1b) চট্টগ্রামের ইতিবৃত্ত- চট্টগ্রাম আদিবাসী মানুষের পঠভূমী
একদিন শুক্রবারে জুমার নামাজের পর চট্টগ্রামে এক মসজিদের সামনে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছি বিভিন্ন মাত্রার কাল-বাদামী রঙের ও ছোট-মাজারি আকৃতির মানুষ। মানুষ মানে পুরুষ মানুষ- জুমার নামাজে মহিলাদের সমাগম চট্টগ্রামে দেখা যায়না। মানুষে মানুষের তফাৎ খুঁজতে গিয়ে সত্যি অবাক হয়ে দেখতে হয় কত বৈচিত্রমাত্রার হতে পারে বাদামী ও কাল রঙের চট্টগ্রামের মানুষের গায়ের রঙ – কেওবা […]