1a) চট্টগ্রামের ইতিবৃত্ত- চট্টগ্রামের স্বকীয়তার পঠভূমী
চট্টগ্রামের স্বকীয়তার পঠভূমী প্রশান্তিময় সবুজে ঘেরা পাহাড়, মন ভুলানো সাগরের ঢেও ভাঙ্গা রব, অচেনা বুলির মধুময় আলাপন, ব্যস্ত ওঁ বিশৃঙ্খল শহরে পাখির কলতান দেখে বুঝতে কষ্ট হয় পদ্মা, মেঘনা ওঁ যমুনা নদীর তীরবর্তি প্লাবন ভূমীর বাংলাদেশের এটা কোন এক জেলা। সেই বেতিক্রমি ভাবটা এই জেলার মানুষের আকৃতি ওঁ চেহারায়ওঁ পরিলক্ষিত – একেক জনের মুখের গঠন ওঁ মুখভঙ্গি ব্যচিত্রময়। শারীরিক বিশিষ্ট ও চালচলনের এই ভিন্নতা কম বেশি বাংলাদেশের সব অঞ্চলে […]